Admission going on Diploma in Microfinance

দেশে বিপুল সংখ্যক শিক্ষিত যুবগোষ্ঠী বেকার রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র মতে এসংখ্যা ২৬ লক্ষাধিক। দেশে বর্তমানে মাইক্রোফাইন্যান্সের উপর বিপুল পরিমাণ কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে। অন্যদিকে MFI এবং NGO প্রতিষ্ঠানসমূহেও দক্ষ ও প্রশিক্ষিত জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। তাই বেকারত্ব হ্রাসের নিমিত্তে TMSS Financial Management & Technology Institute (TFMTI) এ ০৬ মাস মেয়াদী কর্মসংস্থানমূখী Diploma in Microfinance কোর্স চালু করেছে এবং কোর্স শেষে স্ব স্ব যোগ্যতা অনুযায়ী চাকুরী প্রাপ্তিতে সহায়তা করা হচ্ছে । প্রতিবছর ২টি সেশনে (জানুয়ারী- জুন এবং জুলাই-ডিসেম্বর) সেশনে ঢাকা ও বগুড়া ক্যাম্পাসে সীমিত সংখ্যক আসনে ভর্তি করা হয়। আপনিও কোর্সে ভর্তি হয়ে মাইক্রোফাইন্যান্স-এ ক্যারিয়ার গড়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

Comments